![ময়মনসিংহে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/20/mymenshingh-atok1_131301.jpg)
ময়মনসিংহ, ২০ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশী অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদিসহ ডাকাত সর্দার রায়হান সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব -১৪।
আজ মঙ্গলবার দুপুর ৩টায় র্যাব-১৪ ময়মনসিংহ ইউনিট কনফারেন্স সেন্টারে প্রেস ব্রিফিং এ র্যাব-১৪ কর্মকর্তা হাফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও পাগলা থানার অললী গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার রায়হান,অহেদ অালী ও মোঃ সিরাজ কে অাটক করা হয়।
অাটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র অাইনে মামলা রয়েছে। এরা গফরগাঁও, পাগলা, কিশোরগঞ্জ, হোসেনপুর, পাকুন্দিয়া, শ্রীপুর, গাজীপুর ও কাপাসিয়া এলাকায় ডাকাতি করত।
অাটককৃতদের বিরুদ্ধে পাগলা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
এবিএন/মো:মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্ঝর