রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

আজকের এই দিনে : ২১ মার্চ ২০১৮

আজকের এই দিনে : ২১ মার্চ ২০১৮

ঢাকা, ২১ মার্চ, এবিনিউজ : আজ ০৭ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ২১ মার্চ ২০১৮, রোজ বুধবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-http://www.abnews24.com

১১৮৮ খ্রিস্টাব্দের এই দিনে জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।

১৪১৩ খ্রিস্টাব্দের এই দিনে পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৬০৯ খ্রিস্টাব্দের এই দিনে পোল্যান্ডের রাজা দ্বিতীয় কাজিমিয়ের্জের জন্ম হয়।

১৬১০ খ্রিস্টাব্দের এই দিনে রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।

১৬৭৬ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি ইতিহাসবিদ হেনরি সভ্যালের মৃত্যু হয়।

১৬৮৩ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান সুরস্রষ্টা ইয়াহান সেবাস্টিয়ানের জন্ম।

১৭৯১ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।

১৮০১ খ্রিস্টাব্দের এই দিনে আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে ।

১৮২৯ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত।

১৮৩৬ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।

১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।

১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খানের জন্ম।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।

১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।

১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে গণভোট হয়।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে কুয়েতি তেলকুপের ধোয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত।

২০০২ খ্রিস্টাব্দের এই দিনে সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত