
ঢাকা, ২২ মার্চ, এবিনিউজ : আজ ০৮ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ২২ মার্চ ২০১৮, রোজ বৃহস্পতিবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
১৩৯৪ খ্রিস্টাব্দের এই দিনে মধ্যযুগের অন্যতম স্মরণীয় বিজ্ঞানী উলুঘ বেগের জন্ম।
১৪২১ খ্রিস্টাব্দের এই দিনে আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজদের পরাজয়।
১৫৯৯ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত অংকন শিল্পী স্যার এন্থনি ভ্যান ডাইক জন্মগ্রহণ করেন।
১৭১২ খ্রিস্টাব্দের এই দিনে ইংলিশ লেখক এডওয়ার্ড মূরের জন্ম।
১৭৩৯ খ্রিস্টাব্দের এই দিনে নাদির শাহ্ ভারতের দিলি্ল দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন।
১৭৯৩ খ্রিস্টাব্দের এই দিনে বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়।
১৮৬৮ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকা মনস্তত্ত্ববিদ রবার্ট মিলিকানের জন্ম।
১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে বহুগামিতা নিষিদ্ধ মার্কিন কংগ্রেসে বিল পাস।
১৮৮৭ খ্রিস্টাব্দের এই দিনে কমিউনিস্ট নেতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামী মানবেন্দ্রনাথ রায়ের জন্ম।
১৮৮৮ খ্রিস্টাব্দের এই দিনে ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।
১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের জন্ম।
১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের জন্ম।
১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন।
১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।
১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে।
১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত।
১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে জর্দানের স্বাধীনতা লাভ।
১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।
১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের শিল্প ও স্থাপত্যের ইতিহাসকার পার্সি ব্রাউনের মৃত্যু।
১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের কমিউনিস্ট নেতা এ কে গোপালানের মৃত্যু।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।
১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।
২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিন ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় শহীদ হন।
২০১২ খ্রিস্টাব্দের এই দিনে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হারে বাংলাদেশ।
এবিএন/জসিম/নির্ঝর