![উন্নয়ন অগ্রযাত্রা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে: হানিফ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/23/hanif_131743.jpg)
কুষ্টিয়া, ২৩ মার্চ, এবিনিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এটা বিএনপির সহ্য হচ্ছে না। বিএনপি নেতাকর্মীদের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রা তাদের গাত্রদাহ হচ্ছে।
আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার কারাদন্ডের ব্যাপারে হানিফ বলেন, আওয়ামী লীগ বা বর্তমান সরকার কখনই আদালতের উপর হস্তক্ষেপ করেনি। তথ্য প্রমাণের ভিত্তিতেই বেগম খালেদা জিয়াকে আদালত কারাদন্ড দিয়েছেন।
কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, স্বাশিপ'র কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক উপাধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এবিএন/মমিন/জসিম