রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

আজকের দিনের ইতিহাস: ২৪ মার্চ ২০১৮

আজকের দিনের ইতিহাস: ২৪ মার্চ ২০১৮

ঢাকা, ২৪ মার্চ, এবিনিউজ : আজ১০ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ২৪ মার্চ ২০১৮, রোজ শনিবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজ সাকিব আল হাসানের জন্মদিন

  • ৮০৯ খ্রিস্টাব্দের এই দিনে খলিফা হারুন-অর রশিদের মৃত্যু।

  • ১৩০৭ খ্রিস্টাব্দের এই দিনে আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন।

  • ১৪৯০ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান মণিকবিদ গেয়র্ক আগ্রিকোলার জন্ম।

  • ১৬০৩ খ্রিস্টাব্দের এই দিনে রানী এলিজাবেথের মৃত্যু।

  • ১৭৭৬ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ বিজ্ঞানী জন হ্যারিসনের মৃত্যু।

  • ১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে খ্যাতনামা আইনবিদ লর্ড সত্যপ্রসন্ন সিনহার জন্ম।

  • ১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম।

  • ১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন কবি লংফেলোর মৃত্যু।

  • ১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।

  • ১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি এডউইন আর্নল্ডের মৃত্যু।

  • ১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি ঔপন্যাসিক ঝুল ভার্নের মৃত্যু।

  • ১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে।

  • ১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ কেবিনেট মিশন ভারতে আসে।

  • ১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির মৃত্যু।

  • ১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র এবং কিউবা সরাসরি আলোচনা শুরু করে।

  • ১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।

  • ১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ন্যাটো যুগোশ্লাভিয়ার সার্বিয় সেনা অবস্থানের উপর বোমা বর্ষণ শুরু করে।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত