
ঢাকা, ২৪ মার্চ, এবিনিউজ : আজ১০ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ২৪ মার্চ ২০১৮, রোজ শনিবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
আজ সাকিব আল হাসানের জন্মদিন
৮০৯ খ্রিস্টাব্দের এই দিনে খলিফা হারুন-অর রশিদের মৃত্যু।
১৩০৭ খ্রিস্টাব্দের এই দিনে আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন।
১৪৯০ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান মণিকবিদ গেয়র্ক আগ্রিকোলার জন্ম।
১৬০৩ খ্রিস্টাব্দের এই দিনে রানী এলিজাবেথের মৃত্যু।
১৭৭৬ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ বিজ্ঞানী জন হ্যারিসনের মৃত্যু।
১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে খ্যাতনামা আইনবিদ লর্ড সত্যপ্রসন্ন সিনহার জন্ম।
১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম।
১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন কবি লংফেলোর মৃত্যু।
১৯০২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।
১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি এডউইন আর্নল্ডের মৃত্যু।
১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি ঔপন্যাসিক ঝুল ভার্নের মৃত্যু।
১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে।
১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ কেবিনেট মিশন ভারতে আসে।
১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির মৃত্যু।
১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র এবং কিউবা সরাসরি আলোচনা শুরু করে।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।
১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ন্যাটো যুগোশ্লাভিয়ার সার্বিয় সেনা অবস্থানের উপর বোমা বর্ষণ শুরু করে।
এবিএন/মাইকেল/জসিম/এমসি