কুমিল্লা, ২৫ মার্চ, এবিনিউজ : কুমিল্লার তিতাস উপজেলায় মনির হোসেন (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে জগৎপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সদস্য। জগৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তিনি।
মনির হোসেনের ছেলে মোক্তার হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে গরমের কারণে বাড়ির পাশে মাদ্রাসার মাঠে তার বাবা বসে ছিলেন। হঠাৎ করেই দুর্বৃত্তরা এসে গুলি করে দ্রুত চলে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে ৭-৮ গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
এবিএন/শাকিল মোল্লা/সাদিক/জসিম/এসএ