![গোদাগাড়ীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/arrest_abnews_131932.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), ২৫ মার্চ, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতাউর রহমানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটোপাড়াতে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, অটো রিক্সা যোগে ভাটোপাড়া থেকে গোদাগাড়ীর দিকে যাওয়ার সময় আটো থামিয়ে অভিযান চালানো হয় সে সময় দেহ তল্লাশী করে ১শ’ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ভাটোপাড়া বড়গাছি গ্রামের মাইনুল ইসলামের ছেলে হাসান আলী (২৭)। আটককৃত হেরোইনের আনুামনিক মূল্য ১০ লক্ষ টাকা।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাব হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আজ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি