বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • নন্দীগ্রামে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

নন্দীগ্রামে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

নন্দীগ্রামে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

নন্দীগ্রাম (বগুড়া) , ২৫ মার্চ, এবিনিউজ : বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার বেলা ১১টার দিকে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

আটক কৃতরা হলেন, নন্দীগ্রাম পৌর এলাকার হিন্দু পাড়ার নিরেন চন্দ্র মহন্তের ছেলে সঞ্জয় কুমার মহন্ত (২৪), ধিরেন্দ্র নাথ মহন্তের ছেলে গিরেন চন্দ্র মহন্ত (৫০) ও তার ছেলে পিয়াস কুমার মহন্ত (২৫)।

এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর ও পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাহ সহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

এবিএন/ অদ্বৈত কুমার আকাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত