বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ভালুকায় ছেলের হাতে মা খুন

ভালুকায় ছেলের হাতে মা খুন

ভালুকা, ২৫ মার্চ, এবিনিউজ : ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে গতকাল শনিবার রাত্র ১০টার দিকে নেশাগ্রস্ত ছেলে কাঁচি দিয়ে জবাই করলো তার মাকে।গ্রামবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,রান্দিয়া গ্রামের হাবিবুর রহমান হবুর ছেলে এমদাদুল হক(২৬) দীর্ঘদিন ধরে নেশা গ্রস্থ। হবু’র স্ত্রী আম্বিয়া খাতুন ষ্ট্রোক করে বিগত ১০/১২বছর যাবত বিছানায় শয্যাশয়ী।

গতকাল শনিবার রাতে এমদাদ তার অসুস্থ মাকে কাঁচি দিয়ে জবাই করে খুন করার পর তার বাবাকেও খুন করার জন্য খোঁজ করছিলো। এ সময় গ্রামের লোকজন এমদাদ কে আটক করে ভালুকা মডেল থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে এমদাদকে আটক করে থানায় নিয়ে আসে।নিহতের লাশ ময়নাতদন্ত করতে থানায় নিয়ে আসে।রোববার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, ছেলেটি নেশাগ্রস্থ ছিলো। অপকৃতস্থ অবস্থায় সে তার মাকে গলা কেটে হত্যা করেছে।

এবিএন/ জাহিদুল ইসলাম খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত