![ফটিকছড়িতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/25/lash-2_131949.jpg)
চট্টগ্রাম, ২৫ মার্চ, এবিনিউজ : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে মো. হারুন (৩৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ভুজপুর থানার মিরেরখিল হাতির লোডা বিল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ভূজপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, রাতে হাতির লোডা বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তার ডান চোখে ও বাম হাতের বাহুতে গুলিবিদ্ধ ছিল।
হারুন কিছু দিন আগের করা একটি চাঁদাবাজির মামলায় জামিনে ছিলেন। তার আগে সে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা ভোগ করেছে।
লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ