শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • গ্রামে গ্রামে প্রতিদিন বিদ্যুৎ যাচ্ছে: সোহরাব উদ্দিন

গ্রামে গ্রামে প্রতিদিন বিদ্যুৎ যাচ্ছে: সোহরাব উদ্দিন

গ্রামে গ্রামে প্রতিদিন বিদ্যুৎ যাচ্ছে: সোহরাব উদ্দিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) , ২৫ মার্চ, এবিনিউজ : গ্রামে গ্রামে বিদ্যুৎ যাচ্ছে। বিদ্যুতের ঝলকানিতে গ্রামগুলো অন্ধকার কাটিয়ে আলোকিত হয়ে উঠছে। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এ্যাড. মো: সোহরাব উদ্দিন গতকাল শনিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগরপাট্টা-ছোট আজলদী গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্মিত বিদ্যুৎ লাইনে বিদ্যুতায়নের লক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেন বিদ্যুৎ যে কত দরকারি জিনিস, যারা পায়নি তারা হারে হারে উপলব্ধি করতে পারছে।

বর্তমান সরকার কৃষির উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা যাচ্ছে। বিজ্ঞানীরা নতুন জাতের ধান বীজ আবিষ্কার করেছে। যা একমাস পানির নিচে থাকলেও নষ্ট হবে না, বরং পানির নিচেই গজাতে থাকবে বলে সংসদ সদস্য জানান।

নির্বাচন সামনে, শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নকে অটুট রাখতে সংসদ সদস্য উপস্থিত জনতাকে আহ্বান জানালে সকলেই হাত তুলে সমর্থন জানান।

নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যানের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, পাকুন্দিয়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, পল্লী বিদ্যুতের হোসেনপুর এলাকার প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, নারান্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা হাবিবুল্লাহ খোকন, সাবেক মেম্বার আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।

এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত