রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

আজকের এই দিনে : ২৭ মার্চ ২০১৮

আজকের এই দিনে : ২৭ মার্চ ২০১৮

ঢাকা, ২৭ মার্চ, এবিনিউজ : আজ ১৩ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ২৭ মার্চ ২০১৮, রোজ মঙ্গলবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

১৪৬২ সালের এই দিনে মস্কোর যুবরাজ দ্বিতীয় ভাসিলির মৃত্যু।

১৫১৩ সালের এই দিনে আবিষ্কৃত হয় ফ্লোরিডা।

১৬৬৮ সালের এই দিনে বোম্বে ইস্ট ইন্ডিয়া কম্পানির অধীনে আসে।

১৭৮৫ সালের এই দিনে ফ্রান্সের রাজা সপ্তদশ লুইয়ের জন্ম।

১৭৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়।

১৮৪৫ সালের এই দিনে নোবেলবিজয়ী জার্মান বিজ্ঞানী ভিলহেলম রন্টজেনের জন্ম।

১৮৪৭ সালের এই দিনে রসায়নে নোবেলজয়ী (১৯১০) জার্মান বিজ্ঞানী ওটো ভালাখের জন্ম।

১৮৫৫ সালের এই দিনে আব্রাহাম গেসনার কেরোসিন পেটেন্ট করেন।

১৮৬৩ সালের এই দিনে মোটর গাড়ির নকশাকার স্যার ফ্রেডরিখ হেনরি রয়েসের জন্ম।

১৯১৯ সালের এই দিনে আমানুল্লাহ কর্তৃক আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা।

১৯৪৪ সালের এই দিনে লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরীর মৃত্যু।

১৯৬৪ সালের এই দিনে জাতিসংঘের শান্তি বাহিনী সাইপ্রাস অধিগ্রহণ করে।

১৯৬৮ সালের এই দিনে মহাকাশে গমনকারী প্রথম মানব রুশ নভোচারী ইউরি গাগারিন বিমান দুর্ঘটনায় নিহত হন।

১৯৭১ সালের এই দিনে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

১৯৭১ সালের এই দিনে আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায় ও পরে তাঁর খোঁজ মেলেনি।

১৯৭৭ সালের এই দিনে সান্তাক্রুজ বিমান বন্দরের রান ওয়েতে দুটো জাম্বো জেট বিমানের সংঘর্ষে ৫৮২ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটে।

১৯৮২ সালের এই দিনে বিচারপতি আহসান উদ্দীন চৌধুরীর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ।

১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হন।

২০০২ সালের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ৬ মন্ত্রীসহ ১২ জনের বিরুদ্ধে ৪২ কোটি টাকার দুর্নীতি মামলা দায়ের।

২০০২ সালের এই দিনে একুশে টেলিভিশন (ইটিভি)-এর লাইসেন্স বাতিল করে আদালতের রায় ঘোষণা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত