বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • পলাশবাড়ীতে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

পলাশবাড়ীতে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

পলাশবাড়ীতে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধা, ২৭ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে হিরোইনসহ ওয়াসিম মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে গাইবান্ধা-পলাশবাড়ী রোডের তিনমাথা মোড়স্থ মেসার্স তরফদার মটরস্রে সামনে থেকে তাকে আটক করা হয়। ওয়াসিম গাইবান্ধা জেলা শহরের সার্কুলার রোডের রফিজ মিয়ার ছেলে।

গাইবান্ধা ডিবির ওসি একেএম মেহেদী হাসান জানান, ওয়াসিম পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরো দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন।

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এব্যপারে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত