![যুদ্ধাপরাধ: টিপু রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/27/international-tribunal_132466.jpg)
ঢাকা, ২৭ মার্চ, এবিনিউজ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছাত্রশিবিরের সাবেক নেতা রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন তুলে ধরা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিন বুধবার চারটি ভলিয়মে ৪২০ পাতার প্রতিবেদনটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেবেন।
সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, এ মামলায় ছয়জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, আটক, অপহরণ, লুণ্ঠনের অভিযোগ রয়েছে। রাজশাহীর বোয়ালিয়ায় ১০ জনকে হত্যা, দু'জনকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন, ১২ থেকে ১৩টি বাড়ির মালামাল লুট করে আগুন দেওয়ার অভিযোগ তদন্তে পাওয়া গেছে। তবে ছয় আসামির মধ্যে রাজাকার মনো, মজিবর রহমান, আব্দুর রশিদ সরকার, মুসা রাজাকার, আবুল হোসেন মারা গেছেন। বেঁচে আছেন কেবল আব্দুস সাত্তার ওরফে টিপু রাজাকার ওরফে টিপু সুলতান। তার বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ রয়েছে। গ্রেফতার হয়ে বর্তমানে তিনি কারাগারে আছেন।
সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
সানাউল হক বলেন, মুক্তিযুদ্ধের প্রথম দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকাররা। তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় টিপু সুলতান জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন 'ইসলামী ছাত্র সংঘ' পরবর্তীকালে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে পড়াশোনা করেন। ১৯৮৪ সালে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১১ সালে অবসরে যান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই চিহ্নিত রাজাকার দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালের ১০ আগস্ট একবার গ্রেফতার হন। ১৯৮৪ সালের পর সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও তিনি জামায়াতে ইসলামীর সমর্থক। গত বছরের ১ জানুয়ারি বিস্ম্ফোরক আইনের একটি মামলায় মতিহার থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়।
এবিএন/জনি/জসিম/জেডি