বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গাইবান্ধায় পুলিশের উপর হামলা : আহত ৩

গাইবান্ধায় পুলিশের উপর হামলা : আহত ৩

গাইবান্ধা, ২৭ মার্চ, এবিনিউজ : গাইবান্ধা পৌর পার্ক এলাকায় আজ মঙ্গলবার পুলিশের উপর ব্লেড দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়।

হামলাকারী যুবক সৌরভ মিয়া (২৩) কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সৌরভ মিয়া গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়ার আবদুল¬াহর ছেলে। পৌর পার্ক এলাকায় তার একটি পানের দোকান রয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ, টাউন পুলিশ ফাঁড়ির শিক্ষানবিশ (এটিএসআই) আবদুস সাত্তার ও সানোয়ার হোসেন। তাদেরকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পৌর পার্ক এলাকা থেকে সৌরভ মিয়াকে ছিনতাইকারী সন্দেহে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। হঠাৎ সে ব্লেড দিয়ে তিন পুলিশ সদস্যর হাতে আঘাত করে পালানোর চেষ্টা করে। এতে ওই তিন পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় সৌরভের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত