![গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/fb_132504.jpg)
রাজশাহী, ২৮ মার্চ, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি মোবাইল একসেসরিজের দোকানে অভিযান চালিয়ে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার রেলগেট বাইপাস মোড়ে রাহিম টেলিকম নামের ওই দোকান থেকে এক যুবককে গ্রেফতার করেছেন পুলিশ,।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ওই দোকানে মোবাইলের ব্যাটারির একটি কার্টনে ভারতীয় মসলার ১৯টি প্যাকেট রাখা ছিল। কিন্তু ভেতরে মসলার বদলে প্রতি প্যাকেটে ছিল ১০০ গ্রাম করে হেরোইন। জব্দ করা হোরোইনের দাম ১ কোটি টাকার বেশি।
গ্রেফতার রিপন (২০) রেলইগেট মাটিকাটা গ্রামের জালাল উদ্দীনের ছেলে। পুলিশের অভিযানের সময় তিনি ওই দোকানে বসে ছিলেন।
এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
এবিএন/শামসুজ্জোহা বাবু/সাদিক/জসিম/এসএ