
নওগাঁ, ২৮ মার্চ, এবিনিউজ : নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপরে পুত্রবধূর হাতে খুন হয়েছেন শাশুড়ী। বাঁশ কাটতে বাধা প্রদান করায় দা এর আঘাতে শাশুড়ীকে মেরে ফেলেছেন উগ্রমেজাজী ছেলের বউ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার ইসবপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে রাশেদুল ও তার স্ত্রী সন্তানদের নিয়ে গতকাল মঙ্গলবার দিনের বেলায় বাঁশ ঝাড়ে বাঁশ কাটার সময় আশিদুলের মা সামসুন্নাহার (৬৫) বাঁশ কাটতে বাধা প্রদান করায় রাশেদুলের স্ত্রী খালেদা বেগম (৪০) ক্ষিপ্ত হয়ে শাশুড়ী সামসুন্নাহারকে দা দিয়ে মাথায় কোপ মারে।
এতে সামসুন্নাহার গুরুত্বর জখম হয়। তাৎক্ষনিক সামসুন্নাহারকে জয়পুরহাট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেলের তারেক জুবায়ের বুধবার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/এমসি