![বন্দরে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/28/dhorshon-ovijog-abn_132615.jpg)
বন্দর (নারায়ণগঞ্জ), ২৮ মার্চ, এবিনিউজ : শীতলক্ষা নদীতে নৌকার মধ্যে গার্মেন্টস কর্মী (১৪)কে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
ধর্ষণের ঘটনার ৭ দিন অতিবাহিত হওয়ার পর এ ব্যাপারে ধর্ষিতার মা মোমেনা খাতুন বাদী হয়ে আজ বুধবার সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭৭ (৩) ১৮ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৯(৩)।
জানা গেছে, বগুড়া জেলার গোয়ালবাড়ী এলাকার মৃত মোফাজ্জল হোসেনের মেয়ে গার্মেন্টস কর্মীকে গত ২০ র্মাচ রাতে ফুসলিয়ে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় নিয়ে আসে মাদারীপুর জেলার শিবচর থানার ইমাম উদ্দিন মাতাব্বর কান্দি এলাকার আশ্রাফ উদ্দিন মিয়ার লম্পট ছেলে জাহাঙ্গীর একই এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে সাবু এবং নাজিমউদ্দিন মিয়ার ছেলে আবু বক্কর।
পরে উল্লেখিত লম্পটরা গার্মেন্টস কর্মীকে একটি নৌকায় তোলে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে একর পর এক ধর্ষণ করে। ধর্ষিতা বিষয়টি তার মাকে খুলে বললে তার মা মোমেনা খাতুন বাদী হয়ে আজ বুধবার সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেছে।
এ রির্পোট লেখা পর্যন্ত গনধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হলেও জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি