
ঢাকা, ২৯ মার্চ, এবিনিউজ : আজ ১৫ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ২৯ মার্চ ২০১৮, রোজ বুধবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-১৪৬২ সালের এই দিনে জাপানের সম্রাট গো মুরাকামির মৃত্যু।
১৭৭২ সালের এই দিনে সু্ইডেনের বিখ্যাত বুদ্ধিজীবী, রহস্যবাদী দার্শনিক এবং খৃষ্ট ধর্মে সুপন্ডিত এমানুয়েল সুইডেনবার্গ পরলোকগমন করেন।
১৭৯০ সালের এই দিনে দশম মার্কিন প্রেসিডেন্ট জন টাইলরের জন্ম।
১৭৯৫ সালের এই দিনে পিয়ানো বাদক হিসেবে বেটোভেনের আত্মপ্রকাশ।
১৭৯৮ সালের এই দিনে সুইজারল্যান্ড প্রজাতন্ত্র গঠিত হয়।
১৭৯৯ সালের এই দিনে দাসপ্রথা উচ্ছেদে নিউ ইয়র্কে আইন পাস হয়।
১৮০৭ সালের এই দিনে জার্মান জ্যোর্তিবিদ উইলহেম অলবার্স ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন।
১৮৪৯ সালের এই দিনে লর্ড ডালহৌসি সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র প্রচার করেন।
১৮৫৪ সালের এই দিনে ডিরোজিও শিষ্য রামগোপাল ঘোষ ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন।
১৮৫৭ সালের এই দিনে ব্যারাকপুর সেনা ব্যারাকে মঙ্গল পান্ডে গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন।
১৮৭১ সালের এই দিনে রানি ভিক্টোরিয়া লন্ডনের আলবার্ট হল উদ্বোধন করেন।
১৯১২ সালের এই দিনে সুমেরু অভিযাত্রী রবার্ট স্কটের মৃত্যু।
১৯২০ সালের এই দিনে ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯২৯ সালের এই দিনে নাট্যব্যক্তিত্ব উৎপল দত্তের জন্ম।
১৯৭৩ সালের এই দিনে সর্বশেষ মার্কিন সেনাদলের ভিয়েতনাম ত্যাগ।
১৯৭৪ সালের এই দিনে চালকবিহীন মার্কিন নভো অনুসন্ধান যান মেরিনার টেন বুধ গ্রহ ভ্রমণ করে।
১৯৭৮ সালের এই দিনে সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর মৃত্যু।
১৯৮৪ সালের এই দিনে আতাউর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত।
১৯৮৭ সালের এই দিনে প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর ইন্তেকাল।
১৯৯১ সালের এই দিনে বিশ্বের প্রাচীনতম কমিউনিস্ট পার্টি ব্রিটেন কমিউনিস্ট পার্টির নাম বদলে ‘ডেমোক্র্যাটিক লেফট’ রাখা হয়।
এবিএন/মাইকেল/জসিম/এমসি