রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

আজকের এই দিনে : ২৯ মার্চ ২০১৮

আজকের এই দিনে : ২৯ মার্চ ২০১৮

ঢাকা, ২৯ মার্চ, এবিনিউজ : আজ ১৫ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ২৯ মার্চ ২০১৮, রোজ বুধবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-১৪৬২ সালের এই দিনে জাপানের সম্রাট গো মুরাকামির মৃত্যু।

  • ১৭৭২ সালের এই দিনে সু্ইডেনের বিখ্যাত বুদ্ধিজীবী, রহস্যবাদী দার্শনিক এবং খৃষ্ট ধর্মে সুপন্ডিত এমানুয়েল সুইডেনবার্গ পরলোকগমন করেন।

  • ১৭৯০ সালের এই দিনে দশম মার্কিন প্রেসিডেন্ট জন টাইলরের জন্ম।

  • ১৭৯৫ সালের এই দিনে পিয়ানো বাদক হিসেবে বেটোভেনের আত্মপ্রকাশ।

  • ১৭৯৮ সালের এই দিনে সুইজারল্যান্ড প্রজাতন্ত্র গঠিত হয়।

  • ১৭৯৯ সালের এই দিনে দাসপ্রথা উচ্ছেদে নিউ ইয়র্কে আইন পাস হয়।

  • ১৮০৭ সালের এই দিনে জার্মান জ্যোর্তিবিদ উইলহেম অলবার্স ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন।

  • ১৮৪৯ সালের এই দিনে লর্ড ডালহৌসি সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র প্রচার করেন।

  • ১৮৫৪ সালের এই দিনে ডিরোজিও শিষ্য রামগোপাল ঘোষ ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন।

  • ১৮৫৭ সালের এই দিনে ব্যারাকপুর সেনা ব্যারাকে মঙ্গল পান্ডে গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন।

  • ১৮৭১ সালের এই দিনে রানি ভিক্টোরিয়া লন্ডনের আলবার্ট হল উদ্বোধন করেন।

  • ১৯১২ সালের এই দিনে সুমেরু অভিযাত্রী রবার্ট স্কটের মৃত্যু।

  • ১৯২০ সালের এই দিনে ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়।

  • ১৯২৯ সালের এই দিনে নাট্যব্যক্তিত্ব উৎপল দত্তের জন্ম।

  • ১৯৭৩ সালের এই দিনে সর্বশেষ মার্কিন সেনাদলের ভিয়েতনাম ত্যাগ।

  • ১৯৭৪ সালের এই দিনে চালকবিহীন মার্কিন নভো অনুসন্ধান যান মেরিনার টেন বুধ গ্রহ ভ্রমণ করে।

  • ১৯৭৮ সালের এই দিনে সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর মৃত্যু।

  • ১৯৮৪ সালের এই দিনে আতাউর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত।

  • ১৯৮৭ সালের এই দিনে প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর ইন্তেকাল।

  • ১৯৯১ সালের এই দিনে বিশ্বের প্রাচীনতম কমিউনিস্ট পার্টি ব্রিটেন কমিউনিস্ট পার্টির নাম বদলে ‘ডেমোক্র্যাটিক লেফট’ রাখা হয়।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত