শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

লালমনিরহাট, ২৯ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে সামসুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানান, ওই এলাকার জমির সীমানা নিয়ে অনর উদ্দিনের পুত্র সামসুল ইসলামের সাথে রহমতুল্লাহ্র পুত্র মোস্তখেজুর রহমানের বেশ কিছু দিন ধরে দন্দ্ব চলে আসছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই দন্দ্বর জের ধরে সংঘর্ষ বাঁধে। এ সময় মোস্তখেজুর ও তার লোকজনের লাঠির আঘাতে সামসুল ইসলামসহ ৫ জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সামসুল ইসলামের মৃত্যু ঘটে।

আহত নাজমা বেগম, নাজমুল ইসলাম ও বাবুল হোসেনসহ ৪ জনকে হাতীবান্ধা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাঈম হোসেন নয়ন জানান, ৫ জনের মধ্যে ৪ জন মাথায় আঘাত পেয়েছে। তাদের মধ্যে ১ জন হাসপাতালে আসার পথেই মারা গেছে। বাকি ৪ জনের মধ্যে ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি তদন্ত সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আসামীদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত