শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে ভাতিজার হাতে চাচা খুন

সদরপুরে ভাতিজার হাতে চাচা খুন

সদরপুর (ফরিদপুর), ২৯ মার্চ, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামে গতকাল বুধবার রাত ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আহত চাচার মৃত্যু হয়েছে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে প্রথমে মঙ্গলবার সকালে জহির উদ্দিনের নাতি(৮) ও ইয়াদ আলীর পুত্র(১০)এর মধ্যে উঠানে খেলাধুলা নিয়ে দুই শিশুর মারামারি নিয়ে বাড়ির দুই পক্ষের মহিলাদের মধ্যে ঝগড়া হয়।

পরদিন গতকাল বুধবার রাত ১০টার দিকে ওই ঘটনার জের ধরে ভাতিজা সৈয়দ আলী (৪০) ও তার ছোট ভাই ইয়াদ আলী ও তাদের সমর্থক প্রতিবেশী বাবুল (৩৪), আবুল(৪০) জিল্লু (৪২) সাথে চাচা জহির উদ্দিনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা ও তার সমর্থকরা জহির উদ্দিনের উপর ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র রামদার ঘাড়া দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় জহির উদ্দিন কে তার স্ত্রী সৃর্য বেগম উদ্ধার করে প্রথমে সদরপুর হাসপাতালে নিয়ে আসে।

জহির উদ্দিন অচেতন অবস্থায় থাকায় সদরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মাদ ওমর ফয়সল উন্নত চিকিৎসার জন্যে সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি থাকায় আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ফরিদপুর হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ঢাকা নেওয়ার জন্যে রওয়ানা হলে ঢাকার সাভার এলাকায় জহির উদ্দিন মারা যায়। জহির উদ্দিনের ৫ মেয়ে ও ২ পুত্র রয়েছে।

এ ঘটনায় জহির উদ্দিনের স্ত্রী সদরপুর থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে।

আজ বৃহস্পতিবার সদরপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। ওই সময় ইয়াদ আলীর স্ত্রী খালেদা আক্তার (২৮)কে আটক করে থানায় নিয়ে আসে হয়। ঘটনায় সাথে জড়িত অন্যান্যরা এলাকা থেকে পলাতক রয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান পরিচালনা করছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. আক্কাচ আলী জানান, নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করবেন। একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত প্রতিবেদন শেষ করে ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে বলেও জানান তদন্তকারী কর্মকর্তা।

এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত