রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

আজকের এই দিনে : ৩০ মার্চ ২০১৮

আজকের এই দিনে : ৩০ মার্চ ২০১৮

ঢাকা, ৩০ মার্চ, এবিনিউজ : আজ ১৬ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ৩০ মার্চ ২০১৮, রোজ শুক্রবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১১৮০ খ্রিস্টাব্দের এই দিনে আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ।

  • ১২৮২ খ্রিস্টাব্দের এই দিনে সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার।

  • ১৮১২ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।

  • ১৮৪৪ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি কবি পল ভেরলেনের জন্ম।

  • ১৮৫৩ খ্রিস্টাব্দের এই দিনে ওলন্দাজ চিত্রশিল্পী ভ্যান গগের জন্ম।

  • ১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।

  • ১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে ‘বসুমতী’র সম্পাদক ও লেখক সুরেন্দ্রনাথ সমাজপতির জন্ম।

  • ১৮৯১ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রকৌশলী এবং যন্ত্র নির্মাতা আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন জন্ম গ্রহণ করেন।

  • ১৮৯৯ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

  • ১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে কবি সিকান্দার আবু জাফরের জন্ম।

  • ১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।

  • ১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান তাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা স্যাইয়েদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি ইন্তেকাল করেন।

  • ১৯৫৭ খ্রিস্টাব্দের এই দিনে শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু।

  • ১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে কথাশিল্পী সতীনাথ ভাদুড়ীর মৃত্যু।

  • ১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন।

  • ১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে ওয়াশিংটন ডিসিতে হোটেল হিলটনের বাইরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হন।

  • ১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।

  • ১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত