বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঢাকা, ৩০ মার্চ, এবিনিউজ : রাজধানীর দক্ষিণখানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম (৩৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহত জহিরুল ইসলাম একটি ডাকাত দলের নেতৃত্বে দিয়ে আসছিলেন। ওই দলের অন্য সদস্যদের ধরতেই তাকে নিয়ে দিয়াবাড়িতে অভিযান চালানো হয়। দক্ষিণখানের মোল্লারটেক রোডের এক বাসায় বৃহস্পতিবার দুপুরে ডাকাতির ঘটনার পর জনতা ধাওয়া দিয়ে পাঁচজনকে ধরে ফেলে। ওই ৫ জনের মধ্যে একজন ছিলেন জহিরুল।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা জানান, জনতা ওই ৫ জনকে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি চাপাতি ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। ওই ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে জহিরুলকে নিয়ে শেষরাতে অভিযানে বের হয় পুলিশ। দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় গেলে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশের দিকে গুলি করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জহিরুল গুলিবিদ্ধ হয়।

পরে অন্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ জহিরুলকে নিয়ে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ভোরে দিয়াবাড়িতে গোলাগুলির পর তারা ঘটনাস্থল থেকে আরও একটি পিস্তল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত