বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মাগুরায় দুপক্ষের গোলাগুলিতে নিহত ১

মাগুরায় দুপক্ষের গোলাগুলিতে নিহত ১

মাগুরা, ৩০ মার্চ, এবিনিউজ : মাগুরা সদর উপজেলার দুই দল ডাকাতের গোলাগুলিতে একজন নিহত হয়েছে।

আজ শুক্রবার ভোরে উপজেলার ছনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলামের (৪৫) বাড়ি সদরের জগদল গ্রামে। তিনি একজন চিহ্নিত ডাকাত বলে পুলিশের দাবি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ছনপুর গ্রামের একটি মাঠে দুই ডাকাত দলের গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফখরুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, ফখরুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথা জানিয়ে পুলিশ।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত