শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • অচিরেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন: নাসিম

অচিরেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন: নাসিম

অচিরেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন: নাসিম

ঢাকা, ৩০ মার্চ, এবিনিউজ : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অচিরেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন। আজ শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়ামে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপিকে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে। তারা যতই কথা বলুক, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো কথা নেই। সে কারণে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার নয়, আদালত কারাদণ্ড প্রদান করেছেন। এখানে সরকারকে দোষারোপ করা উচিত নয়। আমি আশা করি, অচিরেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে আমরা বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করলে জনগণ তাদের লাল কার্ড দেখাবে।

চিকিৎসকদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতি কম করুন। দুর্নীতি ও অপচয় রোধ করে রোগীদের সেবায় মনোযোগ দিন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রংপুরে দ্রুত একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এখানে একটি ক্যান্সার হাসপাতাল ও ট্রমা সেন্টার নির্মাণের প্রচেষ্টা চলছে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ নুর ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায়।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত