![গাজীপুরে জালনোট তৈরির সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/arrest_abnews_132894.jpg)
গাজীপুর, ৩০ মার্চ, এবিনিউজ : গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামাদি এবং প্রায় ছয় লক্ষ টাকামূল্যের জালনোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জেলা পুলিশ লাইনে আজ শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- আল আমিন (২৯), শামিম (২৬) এবং জাহিদ (২০)।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের চান্দনা এলাকার একটি ৪ তলা ভবনে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ওই বাড়ির ৪তলার একটি ফ্লাটে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ।পরে ওই কারখানায় থেকে জাল টাকা তৈরির ১৭টি বিভিন্ন আকারের ডাইস, একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, দুটি লেমিনেটিং মেশিন, ১০০০ লেখা ও মনুষ্য আকৃতি ছবি ও লোগো সম্বলিত কালো রংয়ের ট্রেসিং পেপার, রঙ্গিন ফুয়েল পেপার, বিভিন্ন ক্যামিকেল, রং, সিল, স্ক্যানার, বিভিন্ন গামসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এছাড়া অভিযানে ৫ লাক্ষ ৮১ হাজার টাকামূল্যের জালনোট উদ্ধার করা হয়। যার মধ্যে ১০০০ টাকা মূল্যের ২৩৫টি জালনোট, কাগজের উভয় পৃষ্ঠায় ছাপানো ১০০০ টাকামূল্যের ১৫৬টি জালনোট, কাগজের এক পৃষ্ঠায় ছাপানো ২০০টি ১০০০ টাকামূল্যের জালনোট রয়েছে ।
এসময় জাল টাকা তৈরি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
এবিএন/অালমগীর হোসেন/জসিম/এমসি