শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • ‘জিয়া পাকিস্তানিদের চাওয়া পাওয়াকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন’

‘জিয়া পাকিস্তানিদের চাওয়া পাওয়াকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন’

‘জিয়া পাকিস্তানিদের চাওয়া পাওয়াকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন’

ঝালকাঠি, ৩০ মার্চ, এবিনিউজ : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পাকিস্তানিদের চাওয়া পাওয়াকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন।

তিনি বলেন, ‘জিয়া মুক্তিযোদ্ধা সংসদকে তছনছ করে দিয়েছেন। দলীয়করণ করে বাংলাদেশ জিন্দাবাদ শিখিয়ে তাদের মধ্যে বিজাতীয় ভাবধারা সৃষ্টি করার অপচেষ্টা করেছেন। তার উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের মধ্যে যদি ভাঙন ধরানো যায়, তাহলে পাকিস্তানিরা যা চায় সেটা এই দেশে বাস্তবায়ন করা যাবে।’

মন্ত্রী আজ শুক্রবার বিকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, এজন্য তাদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা এখন গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, সুখী সমৃদ্ধ একটি বাঙালি জাতি গড়ে তোলা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। সুখী সমৃদ্ধ জাতি প্রতিষ্ঠা করতে হলে, আগে প্রতিনি মানুষ সুখী হতে হবে। জনগণের সুখ-শান্তির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের অসহায় মানুষগুলোকে সুখী করতে চান। তাদের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করতে চান।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক শ্যামা প্রসাদ দে বক্তব্য রাখেন। বাসস।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত