![নন্দীগ্রামে কলেজ শিক্ষকের বাসায় দুর্বৃত্তের হামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/hamla_abnews_132962.jpg)
নন্দীগ্রাম (বগুড়া), ৩১ মার্চ, এবিনিউজ : বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে কলেজ শিক্ষকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে পৌর এলাকার কলেজ পাড়ায় নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজের ইংরেজির প্রভাষক ফজলুল করিম সুজার বাসায় এ হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা বাসার জানালা ও প্রাচীরের ঢেউটিন ভাংচুর করে। এবং অকথ্য ভাষায় গালিগালজ করে।
হামলা থেকে বাঁচতে প্রভাষক সুজা তার পরিবার নিয়ে বাসার মধ্যে অবস্থান করেন। বার বার তাকে বাসায় মেইন গেট খুলতে বলা হচ্ছিল বলে জানান ওই কলেজ শিক্ষক।
কলেজ শিক্ষক সুজা জানান, রাতে খাবার খেয়ে ঘুমাতে যাব এমন সময় কে বা কাহারা আমার বাসার জানালা ও প্রাচীরের টেউটিনে প্রচন্ড জোরে আঘাত করে ভাংচুর করতে থাকে এবং অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে বাসার মেইন গেট খুলতে বলে। তখন আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা চলে যায়। তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে কারো সাথে তার কোনো দ্বন্দ্ব নেই।
আজ শনিবার বেলা ১১টায় নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুস শুকুরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরির্দশ করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/এমসি