![ফুলবাড়ী সীমান্তে অভিযানে ৮২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/bgb_abnews_132978.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ৩১ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ লক্ষ ৫০ হাজার টাকার ৮২৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল আটক করেন।
গত (৩০ মার্চ) বৃহস্পতিবার ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় বিরামপুর কাটলা বিশেষ ক্যাম্প, বড় গ্রাম বিওপি ও ফুলবাড়ী ২৯ বিজিবির টহল দল সীমান্ত এলাকায় পৃথক পৃথক ভাবে চোরাচালান অভিযান চালিয়ে ভারত থেকে চোরা পথে আসা মালিকবিহীন ৮২৪ বোতল ফেন্সিডিল আটক করেন। আটক কৃত ৮২৪ বোতল ফেনসিডিলের মূল্য প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা।
এ ব্যপারে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল এস এম মো. রেজাউর রহমান (পি এস সি’র) এর সাথে শনিবার মোবাইল ফোনে আটকের বিষয়ে কথা বললে, তিনি জানান সীমান্তে বিজিবি’র টহল দল আজ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক আটক করেন। তবে মাদকের সঙ্গে জড়িত কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
বর্তমান সীমান্ত এলাকায় চোরাচালান, নারী ও শিশু পাচার ও সীমান্তে হত্যা শূন্যের কোটায় এসেছে। বর্তমান সীমান্ত এলাকায় বিজিবি’র সদস্যরা চোরাচালানসহ সব রকম বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন।
এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি