![খালেদার কারাবরণে সরকারের হাত নেই : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/mozzamel_133097.jpg)
গাজীপুর, ৩১ মার্চ, এবিনিউজ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হচ্ছে দুর্নীতির দায়ে আদালতের রায়ে। তার কারাবরণের ব্যাপারে সরকারের কোনো হাত নেই।
আজ শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী আদর্শ মহাবিদ্যালয়ের চতুর্থ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন, নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বড়ইবাড়ী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য খোরশেদ আলম, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কলেজের নতুন ভবনটি উদ্বোধনের পর মন্ত্রী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাসস।
এবিএন/মমিন/জসিম