
কক্সবাজার, ০১ এপ্রিল, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি আবদুর রহিম (২০) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে চকরিয়া ডুলাহাজারার উলুবনিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম উলুবনিয়া এলাকারই বাসিন্দা।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল রুহুল বলেন, উলুবনিয়া এলাকায় রহিমের অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি দল রাতে ওই অভিযানে যায়। সেখানে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালান। কিছুক্ষণ গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
মেজর রুহুল আরও বলেন, গত ২৬ মার্চ উলুবনিয়া এলাকার এক বাড়িতে ৫ বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। ওই সময় তার বাবা-মা বাড়ি ছিলেন না। ওই ঘটনায় শিশুটির বাবা গত ২৮ মার্চ তাদের প্রতিবেশী যুবক আবদুর রহিমের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন।
রহিমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/সাদিক/জসিম