বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মৌলভীবাজারে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মৌলভীবাজারে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মৌলভীবাজার, ০১ এপ্রিল, এবিনিউজ : মৌলভীবাজারে সদর উপজেলায় নিহত রিপন মিয়া (২০) নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুর এলাকার পাগুরিয়া গ্রামের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিপন মিয়া ওই গ্রামের কাছন মিয়ার ছেলে।

কাছন মিয়া সাংবাদিকদের বলেন, রিপন রাতে দোকানে ঘুমাতে যায়। ভোরে দোকানের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

মৌলভীবাজার সদর থানার এসআই মো. তোফাজ্জ্বল হোসেন জানান, বলেন, নিহতের গলার কিছু অংশ কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত