![শাহ আমানত বিমানবন্দরে ১৩ কেজি সোনা উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/shah-amanot-airport_133264.jpg)
ঢাকা, ০১ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৩ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এ সময় ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার দুপুরে এই সোনা উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস। গ্রেপ্তারকৃত যাত্রীর নাম স্বপন কুমার নাথ।
বিমানবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার তানভীর আহাম্মদ জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম আসেন স্বপন কুমার নাথ। তিনি লাগেজ নিয়ে কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তার লাগেজ তল্লাশি করে এর ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন প্রায় ১৩ কেজি।
এই ঘটনায় স্বপন কুমারকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এবিএন/জনি/জসিম/জেডি