![ঈশ্বরদীতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/pabna_abnews24_133292.jpg)
পাবনা, ০২ এপ্রিল, এবিনিউজ :পাবনার ঈশ্বরদী উপজেলায় আগের রাতে হামলায় আহত ছাত্রলীগ নেতা সদরুল আলম পিন্টু (৩২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে পিন্টুর মৃত্যু হয়।
পিন্টু ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চর রূপপুর গ্রামের আজাদ মালের ছেলে। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।
ঈশ্বরদী থানার ওসি আজিমুদ্দীন জানান, রবিবার রাত ৯টার দিকে উপজেলার রূপপুর মোড়ে আড্ডা দিচ্ছিলেন সদরুল। এ সময় কয়েকজন যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে চলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা পিন্টুকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী পাঠানো হয়।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারো সঙ্গে পূর্ব বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এবিএন/সাদিক/জসিম