![ফেনীতে নারীর লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/lash-2_133293.jpg)
ফেনী, ০২ এপ্রিল, এবিনিউজ : ফেনী শহরের মাস্টারপাড়ায় এক ভবনের সামনের সড়ক থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আছমা আক্তার নামের ৩৫ বছর বয়সী ওই নারী ওই এলাকার আবুল বশরের স্ত্রী। তিন সন্তানকে নিয়ে মাস্টারপাড়ার বামন পুকুরপাড় সংলগ্ন মেট্রো ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন।
ওই বাসা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে বকুল বিলাস নামে আরেকটি ৬ তলা বাড়ির সামনের সড়কে রবিবার রাত ১১টার দিকে আছমার লাশ পাওয়া যায়।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, সড়কে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এবিএন/সাদিক/জসিম