![গোদাগাড়ীতে অর্ধ কোটি টাকার হেরোইনসহ রিক্সা চালক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/godagari--atok_133296.jpg)
গোদাগাড়ী, ০২ এপ্রিল, এবিনিউজ : রাজশাহী গোদাগাড়ীতে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ৬শ’ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার সন্ধ্যা৭ টার দিকে র্যাব-৫ এর একটি দল গোদাগাড়ীর পৌর সদর এলাকার রিক্সা চালক মাদক ব্যবসায়ী ইয়ার মোহাম্মদ রাজু (২৪) রিক্সা নিয়ে যাওয়ার সময় এই অভিযান চালানো হয়। রাজশাহীর
র্যাব-৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর শহীদ ফিরোজ চত্বর এলাকার রাজুর রিক্সাতে অভিযান চালানো হয়। এসময় তার রিক্সার সীটের নিচে সান্ডেলের প্যাকেটে তল্লাশী চালিয়ে ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন, রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/নির্ঝর