বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় শিশু ধর্ষণকারী গ্রেফতার

চকরিয়ায় শিশু ধর্ষণকারী গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার), ০২ এপ্রিল, এবিনিউজ : শিশু ধর্ষণের অভিযোগে কক্সবাজারের চকরিয়ায় মো. ফয়সাল মিয়া (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ইউপি চেয়ারম্যান।

গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ইসলামনগর পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করার পর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক মো. ফয়সাল কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামনগরের মোহাম্মদ মিয়ার ছেলে।

জানা গেছে, গত শুক্রবার সকালে কাকারা ইউনিয়নের পাহাড়ী গ্রাম আল আমিন পাড়ার ১৩ বছর বয়সী এক শিশু পাহাড়ে লাকড়ি কুড়াতে যায়। সেখানে কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগরের বাসিন্দা মো. মিয়ার ছেলে ফয়সাল মিয়া ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করে।

এসময় তার চিৎকারে এক কাঠুরিয়া এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরে ওই শিশুকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাইছার বলেন, লক্ষ্যারচর ইউনিয়নের পাশ্ববর্তী কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলআমিন পাড়ার ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের কথা শোনার পর ওই ঘটনার ক্লু বের করতে চেষ্টা করি। ধর্ষণের বিষয়টি পরিবারের লোকজন কাউকে ভয়ে অবহিত করেনি।

তিনি আরো বলেন, পরে নিজে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশ নিয়ে ঘটনার বিস্তারিত জেনে সত্যতা পাওয়ার পর ধর্ষণের অভিযোগ উঠা যুবকের পিতা-মাতাকে পরিষদে ডেকে পাঠাই। তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগরের পাহাড়ি এলাকা থেকে গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ফয়সালকে আটক করি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ধর্ষণের অভিযোগে ফয়সালকে আটক করা হয়েছে। ধর্ষণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত