বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আজকের দিনের ইতিহাস: ০৩ এপ্রিল ২০১৮

আজকের দিনের ইতিহাস: ০৩ এপ্রিল ২০১৮

ঢাকা,০৩ এপ্রিল, এবিনিউজ : আজ ২০ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ০৩ এপ্রিল ২০১৮, রোজ মঙ্গলবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১০৪৩ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।

  • ১২৪৫ সালের এই দিনে ফ্রান্সের রাজা তৃতীয় ফিলিপসের জন্ম হয়।

  • ১২৮৭ সালের এই দিনে পোপ চতুর্থ অনারিয়াসের মৃত্যু হয়।

  • ১৩১২ সালের এই দিনে ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

  • ১৫৫৯ সালের এই দিনে স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।

  • ১৬৬১ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।

  • ১৭৮৩ সালের এই দিনে সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।

  • ১৮৫৭ সালের এই দিনে রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।

  • ১৮৬০ সালের এই দিনে প্রথম ঘোড়ার ডাক চালু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

  • ১৮৯০ সালের এই দিনে ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।

  • ১৮৯৭ সালের এই দিনে জার্মানীর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও গীতিকার ও পিয়ানো বাদক জোহানেস ব্রামস পরলোকগমন করেন।

  • ১৯২৯ সালের এই দিনে স্থপতি ডক্টর এফ আর খানের জন্ম।

  • ১৯৩৯ সালের এই দিনে ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনীর অনুপ্রবেশ।

  • ১৯৪০ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামী মহিমচন্দ্র দাসের মৃত্যু।

  • ১৯৪১ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।

  • ১৯৫৪ সালের এই দিনে শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।

  • ১৯৬৯ সালের এই দিনে প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীলের মৃত্যু।

  • ১৯৭৯ সালের এই দিনে বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদের ইন্তেকাল।

  • ১৯৮৬ সালের এই দিনে সাহিত্যিক সাংবাদিক অসীম রায়ের মৃত্যু।

  • ১৯৯১ সালের এই দিনে বিশ শতকের বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক গ্রাহাম গ্রিনের মৃত্যু।

  • ১৯৯৫ সালের এই দিনে ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদযাপন করে।

  • ২০০২ সালের এই দিনে ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত