![আজকের দিনের ইতিহাস: ০৩ এপ্রিল ২০১৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/03/ajker-itihash3_133476.jpg)
ঢাকা,০৩ এপ্রিল, এবিনিউজ : আজ ২০ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ এবং ০৩ এপ্রিল ২০১৮, রোজ মঙ্গলবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
১০৪৩ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।
১২৪৫ সালের এই দিনে ফ্রান্সের রাজা তৃতীয় ফিলিপসের জন্ম হয়।
১২৮৭ সালের এই দিনে পোপ চতুর্থ অনারিয়াসের মৃত্যু হয়।
১৩১২ সালের এই দিনে ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
১৫৫৯ সালের এই দিনে স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।
১৬৬১ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।
১৭৮৩ সালের এই দিনে সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।
১৮৫৭ সালের এই দিনে রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।
১৮৬০ সালের এই দিনে প্রথম ঘোড়ার ডাক চালু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।
১৮৯০ সালের এই দিনে ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।
১৮৯৭ সালের এই দিনে জার্মানীর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও গীতিকার ও পিয়ানো বাদক জোহানেস ব্রামস পরলোকগমন করেন।
১৯২৯ সালের এই দিনে স্থপতি ডক্টর এফ আর খানের জন্ম।
১৯৩৯ সালের এই দিনে ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনীর অনুপ্রবেশ।
১৯৪০ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামী মহিমচন্দ্র দাসের মৃত্যু।
১৯৪১ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।
১৯৫৪ সালের এই দিনে শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।
১৯৬৯ সালের এই দিনে প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীলের মৃত্যু।
১৯৭৯ সালের এই দিনে বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদের ইন্তেকাল।
১৯৮৬ সালের এই দিনে সাহিত্যিক সাংবাদিক অসীম রায়ের মৃত্যু।
১৯৯১ সালের এই দিনে বিশ শতকের বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক গ্রাহাম গ্রিনের মৃত্যু।
১৯৯৫ সালের এই দিনে ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদযাপন করে।
২০০২ সালের এই দিনে ইসরাইলী সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।
এবিএন/জসিম/নির্ঝর