বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • চট্টগ্রামে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম, ০৩ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তক্তার পুল এলাকায় সাইফুল আলম রাকিব (২৩) নামে এক দর্জির দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত রাকিব বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার সওদাগরের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।

এ হত্যাকাণ্ডের পর সোমবার গভীর রাতে মনির হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, রাত ১টার দিকে তক্তার পুল এলাকার কাসেম বিল্ডিংয়ের সামনে রাকিবকে ছুরি মারা হয়। এ ঘটনায় ৩ জন জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে একজন মনির হোসেন। অন্য দুজনকে গ্রেফতারে অভিযান চলছে। পূর্ব বিরোধের জেরে তারা রাকিবকে খুন করেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত