![জগন্নাথপুরে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/jagannathpur-atok_133770.jpg)
জগন্নাথপুর(সুনামগঞ্জ) , ০৫ এপ্রিল, এবিনিউজ : জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইকবাল হোসেন নামের ৩ মাসের সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের তদরিছ আলীর পুত্র।
এ এস আই অফছর আহমদ ও এএসআই আবুল হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম থেকে ইকবাল কে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠান । জগন্নাথপুর থানার এ এস আই অফছর আহমদ জানান ইকবাল পারিবারিক আদালতে স্ত্রীর দায়ের করা মামলায় ৩ মাসের সাজা প্রাপ্ত আসামী।
এবিএন/ রিয়াজ রহমান/জসিম/নির্ঝর