বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • চট্টগ্রামে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন

চট্টগ্রামে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন

চট্টগ্রামে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে দোকান কর্মচারী খুন

চট্টগ্রাম, ০৫ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে মাহবুব রানা নামে এক দোকান কর্মচারী। গতকাল বুধবার গভীর রাতে ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজার স্টেশন রোডে অবস্থিত পাইকারী ডিমের আড়তে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব (৩৫) সীতাকুন্ড উপজেলার দক্ষিণ বগাচতর এলাকার সৈয়দুল হকের ছেলে।

নগরীর ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, রাত ১টার দিকে সিএনজি অটোরিকশা নিয়ে দুজন লোক রানার ডিমের আড়তে আসে। কোনো কিছু বুঝে উঠার আগেই দুবৃর্ত্তরা রানার চোখে মরিচের গুড়া ছিটিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। রানার চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।

পরে রানাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

এদিকে নিহতের ছোটভাই সোহেল রানা জানায়, আমার ভাই গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে বাইরে থেকে আড়তে আসা একগাড়ি ডিম দোকানের পেছনে লোড করছিলেন। এসময় ৩-৪ জন দুর্বৃত্ত অতর্কিত হাজির হয়ে দোকানের ক্যাশ লুট করার চেষ্টা করে। বাঁধা দিলে তারা আমার ভাইকে প্রথমে চোখে মুকে মরিচের গুড়া ছিটায় এবং পরে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে পার্শ্ববর্তীরা ছুটে এলে ক্যাশ লুট না করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় ক্যাশে নগদ ১০ লক্ষ টাকা ছিল বলে জানিয়েছে নিহতের ভাই।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত