![নরসিংদীতে গাছ কাটাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/hottay_133836.jpg)
নরসিংদী, ০৫ এপ্রিল, এবিনিউজ : নরসিংদীতে গাছ কাটাকে কেন্দ্র করে রাসেল মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই ফুফাতো ভাই জাবেদ মিয়া। এমন অভিযোগ নিহতের পরিবারের। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার দগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল দগরিয়া এলাকার রেনু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল থেকে রাসেলের ছোট চাচা কাজল মিয়া বাড়ির একটি গাছ কাটছিলেন। গাছ কাটার একপর্যায়ে এর একটি ডাল পার্শবর্তী জাবেদ মিয়ার বাড়ির ভেতরে পড়ায় একটি ছোট চারা গাছ ভেঙে যায়। এই সময় জাবেদ উত্তেজিত হয়ে তাদের মরধর করে। তারা গাছ কাটা বন্ধ রেখে ফিরে যায়। দুপুর ১২টার দিকে রাসেল বাড়ির পাশের নিজের মুদির দোকান থেকে ফিরে জাবেদের সাথে কথা বলতে যান।
এসময় উত্তেজিত জাবেদ কাজল মিয়ার সঙ্গে অশালীন আচরণ করতে দেখে রাসেল থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে রাসেলের সঙ্গে জাবেদের তর্ক বেঁধে যায়। পরে জাবেদ ঘর থেকে দা এনে রাসেলের বুকে কোপ দেয়। এসময় রাসেল মাটিতে লুটিয়ে পড়লে চাচাতো ভাই সজীব মিয়া তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ডাল পড়ে চারাগাছ ভেঙেছে বলেই মূলত এই হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত জাবেদ পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার মা এবং বাবাকে থানায় এনে রাখা হয়েছে।
এবিএন/সুমন রায়/জসিম/এমসি