![লক্ষ্মীপুরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/05/lash_abnews_133880.jpg)
লক্ষ্মীপুর, ০৫ এপ্রিল, এবিনিউজ : লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজ স্কুল ছাত্র মো. শরীফ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর ফলকন আইয়ুব নগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার রাত ৮টার দিকে নিখোঁজ হন শরীফ। পরদিন কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার শাহ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। শরীফ চরফলকন গ্রামের ওমর ফারুক পলোয়ানের ছেলে। সে মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিলো।
নিহত শরীফের বাবা জানান, শনিবার সন্ধ্যায় আইয়ুব নগর এলাকায় মাছের খামারে পাহারা দেওয়ার জন্য শরীফ ওই খামারে আসে। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সয়াবিন ক্ষেতে অর্ধগলিত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেন, স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি