![ঢাকায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/06/arms-war_133917.jpg)
ঢাকা, ০৬ এপ্রিল, এবিনিউজ : ঢাকার ওয়ারী জয়কালী মন্দির এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় ডাকাত নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল ডাকাতের একটি দল। খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ অভিযানে বের হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে, এসময় আত্মরক্ষার জন্য পুলিশও গুলি চালায়। উভয় পক্ষের বন্দুকযুদ্ধে এসময় একজন গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ঘটনাস্থল থেকে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি