শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • বন্দুক নয়, আ.লীগের ক্ষমতার উৎস দেশ-মাটি ও জনগণ: কাদের

বন্দুক নয়, আ.লীগের ক্ষমতার উৎস দেশ-মাটি ও জনগণ: কাদের

বন্দুক নয়, আ.লীগের ক্ষমতার উৎস দেশ-মাটি ও জনগণ: কাদের

ফেনী, ০৬ এপ্রিল, এবিনিউজ : বন্দুকের নল বিএনপির ক্ষমতার উৎস, আওয়ামী লীগের নয় বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ‘আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশ-মাটি ও বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটে সরকার গঠন করেছে, বন্দুকের নল উঁচিয়ে নয়।’

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাস পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে সর্বপ্রথম সামরিক শাসন জারি করে। তারা সামরিক শাসন থাকা অবস্থায় সরকার গঠন করে রাজনীতিতে পা রেখেছে। খালেদা জিয়াকে কারাগারে ঢুকিয়েছেন আদালত, আবার আদলতই তাকে মুক্তি দিতে পারেন। এখানে সরকারের কিছু করার নেই।’

রেলওয়ে ওভারপাসটির বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের ১৫ মে’র মধ্যে এর কাজ অর্ধেক সম্পন্ন হবে। জুলাইয়ের মধ্যে পুরোপুরি কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে ৬০ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে আল আমিন কনস্ট্রাকশন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের ২০ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সহযোগিতায় ওভারপাসটির কাজ করছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত