
সিরাজগঞ্জ, ০৬ এপ্রিল, এবিনিউজ : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা মার্কায় ভোট দেবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এ মর্যাদা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আজ শুক্রবার তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরে কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপিকে নির্বাচনে প্রস্তুতি নেবার আহবান জানান। নির্বাচনকালীন সরকার নিয়ে কোন ফর্মুলা দিয়ে ও ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণ ভোটের মালিক। ভোটাররা নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে।
আজ শুক্রবার দুপুরে নির্মাণাধীন আমেনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট প্রকল্পের অগ্রগতি পরিদর্শন এবং শহীদ এম মনসুর আলী সরকরি করেজের ৬ তলা বিশিস্ট একাডেমিক ভবন, কলেজের ছাত্র ও ছাত্রী হোষ্টেল নির্মাণ প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি।
এর আগে মন্ত্রী সীমান্ত বাজার এলাকায় স্থাপিত বাংলাবাজার মারকাস মসজিদে জুমার নামাজ আাদায় করেন এবং মরহুম আমিরুল ইসলাম আমির মাষ্টারের কুলখানিতে অংশ গ্রহণ করেন। পরে তিনি গান্ধাইল গ্রামে মরহুম মন্টু হাজীর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিভির সার্জন ডাৎ কাজী শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা হাসান, কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা