বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • অর্থ লেনদেন নিয়ে দুদকের অনুসন্ধানে সরকারের কোন হাত নেই : শাজাহান খান

অর্থ লেনদেন নিয়ে দুদকের অনুসন্ধানে সরকারের কোন হাত নেই : শাজাহান খান

অর্থ লেনদেন নিয়ে দুদকের অনুসন্ধানে সরকারের কোন হাত নেই : শাজাহান খান

মাদারীপুর, ০৬ এপ্রিল, এবিনিউজ : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি নেতাদের ব্যাংকে অর্থ লেনদেন নিয়ে দুদকের অনুসন্ধানে সরকারের কোন হাত নেই।

দুর্নীতি দমন কমিশন স্বাধীন উল্লেখ করে তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশন যত তৎপর হবে, দেশে দুর্নীতির পরিমাণ ততই কমে আসবে। এখানে বিএনপি নেতারা শুধু নয়, সরকার দলের এমপিও দুদকের অনুসন্ধান থেকে বাদ পড়ছেনা।

মন্ত্রী আজ শুক্রবার বিকেলে মাদারীপুরের পানিছত্র এলাকায় ক্যাম্পাস কিডনি এ্যান্ড ডায়ালাইসিস স্টোরের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এমএ সামাদের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল নুর, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ অন্যরা।

শাজাহান খান বলেন, বিএনপি শুধু নিজেদের দিকটাই দেখেন, অন্যদেরটা দেখতে চান না। বিএনপি নেতাদের ব্যাংকে অর্থ লেনদেনের অনুসন্ধান শেষে দুদক অভিযোগপত্র আদালতে দিবে, এরপর আইনগত ব্যবস্থা নিবে আদালত। এখানে সরকারের কোন হাত নেই। বাসস।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত