রাজবাড়ী, ০৬ এপ্রিল, এবিনিউজ : রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বৃত্তডাঙ্গা গ্রামের প্রবাসী আকরাম হেসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৩৬) ও ছেলেকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে শ্বশুড় বাড়ির লোকজন।
ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে মনোয়ারা বেগমের মাথায় আঘাত করে তার দেবর ইউনুছ আলী। মাকে বাচাতে এগিয়ে হামলার শিকার হয়েছেন আকরাম হেসেনের এক মাত্র ছেলে রাব্বি হোসেন।
পরে এ ঘটনায় আহতের ছেলে মো. রাব্বি পাংশা থানায় একটি মামলা দায়ের করেছে।
এজাহার সুত্রে জানা যায় গত ৪ এপ্রিল সকাল ১০টার দিকে আতাফল পাড়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসির পরিবারের উপড়ে হামলা চালায় মোনয়ারা বেগমের শ্বশুড় বাড়ির লোকজন।
এ হামলায় পাংশা থানার বৃত্তডাঙ্গা গ্রামের মৃত বিল্লাল মন্ডলের ছেলে ইউনুছ আলী (২৮), রহিমা বেগম (৬০), বিথি খাতুন (২৩)কে আসামী করে মোছা. মনোয়ারা বেগম ৫ এপ্রিল মামলা দায়ের করেন।
ঘটনার দিন রাতেই পাংশা থানা পুলিশ এজাহার ভুক্ত আসামী ইউনুছ আলীকে গ্রেফতার করে আজ শুক্রবার জেল হাজতে প্রেরণ করেন।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি