ঢাকা, ০৭ এপ্রিল, এবিনিউজ :বিশেষ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন তারিক, সোহান, শিশির, নাদিম, আরিফ, জহির, সুমন, সোহেল, অসিম ও মিঠুন।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ঢাকা মহানগর উত্তর) মশিউর রহমান বলেন, তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রিক ডিভাইস পাওয়া গেছে। এই ১০ জনের মধ্যে চলমান এইচএসসি পরীক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, কোচিং সেন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।
এবিএন/সাদিক/জসিম